ড্রাইভিং লাইসেন্স ইস্যু
ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণের পরআবেদনকারীকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমারশিদসহ আবেদন করতে হয়।আবেদনের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদানের তারিখ উল্লেখ করে একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করা হয়। নির্ধারিত তারিখে গ্রাহকের বায়োমেট্রিক্স গ্রহণের পর বিআরটিএ অফিস কর্তৃক উক্ত আবেদন প্রসেস করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হয় এবং লাইসেন্স গ্রহণের জন্য গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হয়।
(১) পূরণকৃত নির্ধারিত আবেদন ফর্ম;
(২) ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় উত্তীর্ণের প্রমাণক (লার্ণার লাইসেন্স);
(৩) নির্ধারিত ফি জমাদানের রশিদ;
(৪) জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি ;
(৫) সদ্যতোলা ১ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি;
(৬) বসবাসের ঠিকানার প্রমাণক (ভাড়ার চুক্তিপত্র/ইউটিলিটি বিলের কপি)
১। অপেশাদার লাইসেন্স এর আবেদনের ক্ষেত্রে২৩০০ টাকা
২। পেশাদার লাইসেন্স এর আবেদনের ক্ষেত্রে১৪৩৮ টাকা
২০-৩০ দিন
সহকারী পরিচালক(ইঞ্জি:) ওলাইসেন্সিং কর্তৃপক্ষ
বিআরটিএ সার্কেল অফিস।
ফোন ও ইমেইল নম্বর বিআরটিএ ওয়েবসাইটে
ড্রাইভিং লাইসেন্স নবায়ন
ক) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমারশিদসহ ড্রাইভিং লাইসেন্স ইস্যুকারী বিআরটিএ সার্কেল অফিসে আবেদন করতে হয়।আবেদনের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদানের তারিখ উল্লেখ করে একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করা হয়। নির্ধারিত তারিখে গ্রাহকের বায়োমেট্রিক্স গ্রহণের পর বিআরটিএ অফিস কর্তৃক উক্ত আবেদন প্রসেস করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা হয় এবং উক্ত লাইসেন্স গ্রহণের জন্য গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস প্রেরণ করা হয়।
খ) পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে গ্রাহককে নির্ধারিত আবেদন ফরম পূরণসহ নির্ধারিত ফরমে রেজিস্টার্ড চিকিৎসক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেটসহ লাইসেন্স ইস্যুকারী বিআরটিএ সার্কেল অফিসে আবেদন করতে হয়। আবেদনের পর বিআরটিএ অফিস কর্তৃক ড্রাইভিং পরীক্ষার [ব্যবহারিক পরীক্ষা] তারিখ, সময় ও স্থান উল্লেখ করে একটি প্রাপ্তিস্বীকারপত্র ইস্যু করা হয়। পরীক্ষায় উত্তীর্ণের পর গ্রাহকের বায়োমেট্রিক্স গ্রহণ ও উপরোক্ত [ক] পদ্ধতি অনুযায়ী আবেদন নিষ্পত্তি করা হয়।
(১) পূরণকৃত নির্ধারিত আবেদন ফর্ম;
(২) নির্ধারিত ফি জমাদানের রশিদ;
(৩) জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি ;
(৪) সদ্যতোলা ১ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি;
(৫) বসবাসের ঠিকানার প্রমাণক (ভাড়ার চুক্তিপত্র/ইউটিলিটি বিলের কপি)
১। অপেশাদার লাইসেন্স এর আবেদনের ক্ষেত্রে২,৩০০ টাকা
২। পেশাদার লাইসেন্স এর আবেদনের ক্ষেত্রে১,৪৩৮ টাকা
অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে
২০-৩০ দিন
পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে
৪০-৪৫ দিন
সহকারী পরিচালক(ইঞ্জি:) ওলাইসেন্সিং কর্তৃপক্ষ
বিআরটিএ সার্কেল অফিস।
ফোন ও ইমেইল নম্বর বিআরটিএ ওয়েবসাইটে রয়েছে।