top of page

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স 

ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স।গ্রাহককে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য নির্ধারিত ফরমে রেজিষ্টার্ড চিকিৎসক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, নির্ধারিত ফি জমাদানের রশিদ, সদ্যতোলা ০৩ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, স্থায়ী  বা বর্তমান ঠিকানার প্রমাণকসহ উক্ত ঠিকানা বিআরটিএ’র যে সার্কেলের আওতাভূক্ত সেই সার্কেল অফিসে আবেদন করতে হয়।কাগজপত্র্সহ আবেদন সঠিক পাওয়া গেলে সার্কেল অফিস কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের তারিখসহ গ্রাহকের অনুকূলে একটি শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়। যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীকে লার্ণার ড্রাইভিং লাইসেন্সে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় অংশ গ্রহণ করত উত্তীর্ণ হতে হয়। লার্ণার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে প্রয়োজনীয় ফি জমারশিদসহ নির্ধারিত ফরমে আবেদন করা হলে বিআরটিএ অফিস কর্তৃক উক্ত লাইসেন্সের মেয়াদ ৩ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়।

 

(১) পূরণকৃত নির্ধারিত আবেদন ফর্ম;

(২) নির্ধারিত ফি জমাদানের রশিদ,

(৩) রেজিষ্টার্ড চিকিৎসক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট;

(৪) ন্যাশনাল আইডি কার্ড/ পাসপোর্ট/এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি;

(৫) সদ্যতোলা ০৩ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি;

(৭) বসবাসের ঠিকানার প্রয়োজনীয় প্রমাণক (ভাড়ার চুক্তিপত্র/ ইউটিলিটি বিলের কপি)

১।এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৩৪৫ টাকা

২।দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৫১৮ টাকা

৩। লার্ণার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি ৭৫ টাকা

১-৩  দিন

সহকারী পরিচালক(ইঞ্জি:) ওলাইসেন্সিং কর্তৃপক্ষ

বিআরটিএ সার্কেল অফিস।

ফোন ও ইমেইল নম্বর বিআরটিএ ওয়েবসাইটে রয়েছে।

Concept & Design by Engr. Abdur Rashid
bottom of page