top of page

মোটরযানের রেজিস্ট্রেশন

মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য সেবাগ্রহণকারীকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে  আবেদন করতে হয়। আবেদনটি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা প্রদানের নিমিত্ত একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হয়। জমাকৃত ফিসহগাড়িটি মোটরযান পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য বিআরটিএ অফিসে হাজির করতে হয়। পরিদর্শনের পর গাড়িটি সঠিক পাওয়া গেলে সহকারী পরিচালক(ইঞ্জি:) [রেজিস্টারিং অথরিটি] কর্তৃক রেজিস্ট্রেশনের অনুমোদন প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর ও সীলসহ গ্রাহককে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপুর্বক প্রাপ্তিস্বীকারপত্র সরবরাহ করা হয়। এছাড়া প্রাপ্তিস্বীকারপত্রে ৯০ দিনের মধ্যে নাম্বারপ্লেট সংগ্রহ ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) তৈরীর জন্য বায়োমেট্রিক্স প্রদানে গ্রাহককে অনুরোধ করা হয়।

(১) মালিক ও আমদানিকারক/ ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র;

(ক) একাধিক ব্যক্তি যৌথভাবে কোনো গাড়ির মালিক হলে সে-ক্ষেত্রে একজনের নামে রেজিস্ট্রেশনের জন্য সকলের  সম্মতি সম্বলিত হলফনামা;

(খ) প্রতিষ্ঠান/কোম্পানির মালিকানার ক্ষেত্রে অথরাইজড কর্মকর্তার স্বাক্ষর ও সিলমোহর;

(গ) ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে কর্তৃপক্ষ বরাবর আবেদন;

(২) বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি;

(৩) সেল সার্টিফিকেট/সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র (আমদানিকারক/বিক্রেতা প্রদত্ত);

(৪) প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ (সিকেডি গাড়ির ক্ষেত্রে);

(৫) TINসার্টিফিকেট এবং অগ্রিম/অনুমিত আয়কর প্রদানের প্রমাণপত্র;

(৬) বিদেশি নাগরিকের নামে রেজিস্ট্রেশন/মালিকানা বদলি হলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট এবংভিসার মেয়াদের কপি;

(৭) (ক) মূসক-১ (প্রযোজ্য ক্ষেত্রে),

     (খ) মূসক-১১(ক)/ভ্যাট (প্রযোজ্য ক্ষেত্রে),

     (গ) ভ্যাট পরিশোধের চালান(প্রযোজ্য ক্ষেত্রে )

(৮) প্রস্ত্ততকারক/বিআরটিএ কর্তৃক অনুমোদিত বডি ও আসন ব্যবস্থার স্পেসিফিকেশন সম্বলিত ড্রইং (বাস, ট্রাক, হিউম্যান হলার, ডেলিভারী ভ্যান, অটো টেম্পু ইত্যাদি মোটরযানের ক্ষেত্রে);

(৯) সিকেডি মোটরযানের ক্ষেত্রে বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা;

(১০) বডি ভ্যাট চালান ও ভ্যাট পরিশোধের রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে);

(১১) প্রযোজ্য রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ;

(১২) কাস্টমস্ কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে);

(১৩) ব্যক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যে-কোনটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি;

(১৪) নিলামে ক্রয়কৃত প্রতিরক্ষা বিভাগের গাড়ির ক্ষেত্রে লগবুকে বর্ণিত প্রস্ত্ততকাল ও প্রস্ত্ততকারকের বিস্তারিত বিবরণ  সম্বলিত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদত্ত ছাড়পত্র;

(১৫) নিলামে ক্রয়কৃত সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ির ক্ষেত্রে নিলাম সংক্রান্ত কাগজপত্র এবং  মেরামতের বিস্তারিত বিবরণ।

(১৬) রিকন্ডিশন্ড মোটরযান রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিম্নোক্ত অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হবে-

    (ক) ‘টিও’ ফরম (ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত), ‘টিটিও’ ফরম ও বিক্রয় রসিদ (আমদানিকারক কর্তৃক স্বাক্ষরিত)।

  (খ) ডি-রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল কপি এবং ডি-রেজিস্ট্রেশনের ইংরেজি অনুবাদের সত্যায়িত কপি (সার্টিফিকেট অব ক্যানসেলেশন এর সত্যায়িত কপি);

   (গ) এক কপিতে একাধিক গাড়ির বর্ণনা থাকলে মূলকপি প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/বিভাগ কর্তৃক সত্যায়িত কপিদাখিল করা যাবে।

(১৭) মোটরযান পরিদর্শক কর্তৃক গাড়িটির পরিদর্শন প্রতিবেদন

মোটরযানের রেজিস্ট্রেশন ফি গাড়ির সিসি, সিট সংখ্যা, বোঝাই গাড়ির ওজন ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারণ করা রয়েছে, যার তালিকা বিআরটিএর ওয়েব (www.brta.gov.bd)সাইটে রয়েছে।

১। গাড়িভেদে ৪,২০০/-থেকে ৯৮,০০০/- টাকা

২। ফিটনেস ফি হালকা গাড়ি: ৯০০/-

৩। ফিটনেস ফি ভারি গাড়ি: ১৩৫০/-

৪। প্রতিটি গাড়ির পরিদর্শন ফি ৪৫০/- টাকা এবং লেবেল বা স্টিকার ফি ৪৫/- টাকা

এ সকল ফি সহ মোটরযান সংক্রান্ত যে কোন কর/ফি অন-লাইন ব্যাংকিং ব্যবস্থায় অনুমোদিত ব্যাংকের নির্ধারি ত শাখা/বুথ এ পরিশোধ করা যায়। এছাড়া ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যায়।

১ -৩ দিন

Concept & Design by Engr. Abdur Rashid
bottom of page