ইন্সট্রাক্টর লাইসেন্স ইস্যু
সেবাগ্রহণকারীকে বিআরটিএ সদর কার্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখায় নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমারশিদসহ ইন্সট্রাক্টর লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। বিআরটিএ অফিস কর্তৃক আবেদনটি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে পরীক্ষার জন্য এতদুদ্দেশ্যে গঠিত কমিটির নিকট হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়। পরীক্ষায় উত্তীর্ণের পর গ্রাহকের অনুকূলে ইন্সট্রাক্টর লাইসেন্স ইস্যু করা হয়।
১। নির্ধারিত ফরমে আবেদন;
২। প্রয়োজনীয় ফি জমারশিদ;
৩। বৈধ ভারী শ্রেণীর ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি:
৪। এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত অনুলিপি;
৫। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি;
৬। সদ্য তোলা রঙিন ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি;
৭। তিন বছরের বাস্তব অভিজ্ঞতার প্রমাণপত্র;
৮। জীবন বৃত্তান্ত;
৯। প্রথম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট
৮৬৩ টাকা
কমিটি কর্তৃক গৃহীত পরীক্ষায় উর্ত্তীর্ণের পর
১৫ দিন
পরিচালক(ইঞ্জি:)
বিআরটিএ সদর কার্যালয়।
ফোন: ৯১১৫৫৪৪
ই-মেইল:de@brta.gov.bd