মোটরযানের রুট পারমিট ইস্যু ও নবায়ন
সেবাগ্রহণকারী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ স্টেজ ক্যারেজ ও মালবাহী মোটরযানের রুটপারমিট ইস্যু/ নবায়নের জন্য আবেদন করতে হয়। বিআরটিএ অফিস কর্তৃক উক্ত আবেদন যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)-তে উপস্থাপন করা হয়। কমিটি কর্তৃক অনুমোদিত হলে সদস্য-সচিব (সহকারী পরিচালক (ইঞ্জিঃ))রুটপারমিট ইস্যু/নবায়ন করে গ্রাহককে সরবরাহ করা হয়।
*এক জেলা/মেট্রোপলিটন এলাকার মধ্যে চলাচলকারী স্টেজ ক্যারেজ এর জন্য সংশ্লিষ্ট জেলা/মেট্রোপলিটন আরটিসি বরাবর আবেদন করতে হবে।
*একাধিক জেলা এবং একই বিভাগের মধ্যে চলাচলকারী স্টেজ ক্যারেজ এর জন্য বিআরটিএর সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে আবেদন করতে হবে।
*আন্তঃবিভাগ স্টেজ ক্যারেজ এর রুট পারমিটের জন্য বিআরটিএ সদর কার্যালয়ের রুট পারমিট শাখায় আবেদন করতে হবে।
১। নির্ধারিতফরমে আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর;
২। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;
৩। চালকের নিয়োগপত্র ও ড্রাইভিংলাইসেন্স-এর সত্যায়িত কপি;
৪। রেজিস্ট্রেশন ও ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;
৫। রুটপারমিট সার্টিফিকেটের মূল কপি(নবায়নের ক্ষেত্রে);
৬। হালনাগাদট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;
৭। TIN সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি;
৮। অনুমিত আয়কর জমার রশিদ এর সত্যায়িত ফটোকপি।
১। বাস / মিনিবাস এর ক্ষেত্রে প্রতি বছর ৫৭৫ টাকা (এক জেলার মধ্যে চলাচলের জন্য),
২। প্রতি বছর ৯২৫ টাকা (একাধিক কিন্তু অনধিক তিন জেলার মধ্যে চলাচলের জন্য)
৫। প্রতি বছর ১২৯০ টাকা (তিনের অধিক জেলার মধ্যে চলাচলে জন্য)
কমিটি/ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে
৭ দিন
সহকারী পরিচালক(ইঞ্জি:) সংশ্লিষ্ট সার্কেল অফিস/ উপ-পরিচালক(ইঞ্জি:) সংশ্লিষ্ট বিভাগ/ পরিচালক(ইঞ্জি), বিআরটিএ সদর কার্যালয়।
ফোন ও ইমেইল নম্বর বিআরটিএ ওয়েবসাইটে রয়েছে।