top of page

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইসু ও নবায়ন

মোটরযানের ফিটনেসসার্টিফিকেট নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমারশিদসহ গ্রাহককে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। উক্ত আবেদনপত্রসহ মোটরযানটি সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে মোটরযান পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য সরজমিনে হাজির করতে হয়। মোটরযান পরিদর্শক কর্তৃক মোটরযানটি পরিদর্শনের পর ফিটনেস প্রদানের জন্য উপযুক্ত বিবেচিত হলে এক বছরের জন্য ফিটনেস সার্টিফিকেট নবায়নকরত একটি সার্টিফিকেট ইস্যু করা হয়।

১। নির্ধারিত ফরমে পূরণকৃত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র;

২। প্রয়োজনীয় ফি জমারশিদ;

৩। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি;

৪। হালনাগাদ ট্যাক্স টোকেন এর সত্যায়িত ফটোকপি;  

৫। TIN সংক্রান্তকাগজপত্র-এর সত্যায়িতকপি;

৬। অনুমিত অগ্রিম আয়কর প্রদানের প্রমাণপত্র

 

ফিটনেস ফি

১।  হালকা ও মাঝারিযান:৯০০ টাকা

২। ভারীযান:  ১৩৫০টাকা

৩। অগ্রিম আয়কর (গাড়ির সিসির ভিত্তিতে নির্ণিত)

গাড়ির ধরণভেদে  ১৫,০০০ হতে ১২৫,০০০ টাকা পর্যন্ত

১-২ দিন

মোটরযান পরিদর্শক,সংশ্লিষ্ট সার্কেল

Concept & Design by Engr. Abdur Rashid
bottom of page