top of page

মোটরযানের ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন

মোটরযানের রেজিস্ট্রেশনের সময় প্রথম ট্যাক্স টোকেন বিআরটিএ অফিস কর্তৃক ইস্যু করা হয়। পরবর্তীতে অনুমোদিত ব্যাংকসমূহের নির্ধারিত যে কোন শাখা/বুথ এ প্রয়োজনীয় ফি জমা প্রদান করে ট্যাক্স টোকেন নবায়ন করা যায়।

১। প্রয়োজনীয় ফি জমারশিদ;

২।পূর্বের ইস্যুকৃত ট্যাক্স টোকেন সার্টিফিকেট (মূল কপি)।

 

মোটরযানের ট্যাক্স সিট সংখ্যা, বোঝাই গাড়ির ওজন ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারণ করা রয়েছে যার হার বিআরটিএ‘র ওয়েবসাইটে (www.brta.gov.bd) রয়েছে।

১-২ দিন

সহকারী পরিচালক(ইঞ্জি:) ও রেজিস্টারিং অথরিটি

বিআরটিএ সার্কেল অফিস

Concept & Design by Engr. Abdur Rashid
bottom of page